মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৭:২৫ পূর্বাহ্ন

টাকার লড়াই- মুফতি আল আমিন ইসলাম যুক্তিবাদী

হাওড় বার্তা ডেস্কঃ
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ২৯৪ বার পড়া হয়েছে

টাকার লড়াই
মুফতি আল আমিন ইসলাম যুক্তিবাদী

টাকার লড়াই অবিরত
কার কি হবে
ভাবলে নাতো-
টাকার গরম
নেই লজ্জা শরম।

টাকার পাহাড় গড়বে
গাড়ী- বাড়ী ভোগ-বিলাসে
জীবন চলবে রাজার বেশে
টাকার নেশায় ঘুরছে তারা
দিগ-দিগন্তে।

টাকার নেশায় পড়ে
নিচ্ছে জীবন কেড়ে
পরকালে কি হবে
সে ভাবনা দূরে!

হালাল-হারামের বাদ-বিচার নেই
মায়া-মমতা বহুদূুু্র
টাকার নেশায় পাগলপারা
খেলছে জীবন-মরণ খেলা।

সুদ-ঘুষ হারাম
খোদার বিধান
তোয়াক্কা না করে
রংঢংয়ে কাটাচ্ছে জীবন।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২০১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656