কুমারখালী প্রতিনিধি
কুষ্টিয়া জেলার ইতিহাসে এই প্রথমবার ভিন্নধর্মী উদ্যোগ রমযান মাসে ভালো কাজের সরূপ ” ইনশাআল্লাহ ” গ্রুপের পাঁচজন কনটেস্ট কে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়েছে। আজ রবিবার সকাল ১১.০০ টায় কুমারখালী উপজেলা তে এই পুরষ্কার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
” ইনশাআল্লাহ্ ” গ্রুপের প্রতিষ্ঠাতা শাহিরুল ইসলাম পুলকের সার্বিক তত্বাবধানে পুরষ্কার বিতরন করেন কুমারখালীর ঐতিহ্য বাহী এম,এন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। এই সময় অন্যান্যদের মধ্যে ইনশাআল্লাহ গ্রুপের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় উদ্যোক্তা শাহিরুল ইসলাম পুলক বলেন, সবাইকে নামাজের পাশাপাশি ভালো কাজের প্রতি আগ্রহী করার জন্যই আমাদের এই গ্রুপের পদক্ষেপ। প্রতিবছরই এমন অনুষ্ঠানের আয়োজন করা হবে। কুমারখালীর সহৃদয় ব্যক্তিদের আর্থিক সহায়তায় ও সাফল্য কামনা করছি। তবে পুরষ্কার বিতরণীর মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের আয়োজন শেষ হয়ে যায়নি। ভবিষ্যৎতে আরও ভালো করার আশা প্রত্যয় করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের মিসবাহ ও হাকিম আফতাব উদ্দিন
নিউজরুম: 01729-880016 বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com