দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলাধীন নরসিংপুর ইউনিয়নের নাছিমপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক ঈমাম ও খতিব, এবং নাছিমপুর বাজার দাখিল মাদ্রাসার সুনামধন্য প্রতিষ্টাতা মুহতামিম মরহুম মৌলভী আতাউর রহমান(মনপুরী) রাহঃ এর কর্ম জীবন শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল আনুষ্টানিক ভাবে সম্পন্ন হয়েছে। গত ১১ আগষ্ট বুধবার স্হানীয় নাছিমপুর বাজারে ইউনিয়নের অন্যতম ইসলামী সংগঠন হযরত উমর ফারুক রাহ্ঃইসলামী সমাজ কল্যাণ সংস্হা, স্বাস্থ্যবিধি মেনে আনুষ্টানিক ভাবে মরহুম মৌলভী আতাউর রহমান (মনপুরী) রাহ্ঃ এর কর্মজীবন শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।উক্ত সংস্হার সভাপতি সালিশ ব্যাক্তিত্ব ছফির উদ্দিনের সভাপতিত্বে, মুঃ আনোয়ার হুসাইনের সঞ্চালনায়,ও মাওঃ ওলিউর রহমানের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন উক্ত সংস্হার সহ-সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদ,মরহুমের কর্মজীবন শীর্ষক বক্তব্য রাখেন ১ নং ইসলামপুর ইউ/পি চেয়ারম্যান আব্দুল হেকিম,মাওঃ আকিক হুসাইন,মাওঃদ্বীন মোহাম্মদ, মাওঃদিলয়ার হুসাইন (নোমানী),মাওঃ ফরিদ উদ্দিন কদরিছ,ডাঃ চমক আলী,মরহুম মৌলভী আতাউর রহমান রাহ: এর বড় ছেলে মাও ওলিউর রহমান সালেহ,হাজী জালাল উদ্দিন,মাও কাজী কওছর উদ্দিন,আবুল বশর টেইঃ,সাবেক ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম(ময়না),ওয়ার্ড সদস্য নুরুল আমীন,মাওঃআখতার হুসেন,মাওঃ কামরুজ্জামান,ক্বারী গিয়াস উদ্দিন,উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল আহমদ(রানা) তাফাজ্জল হুসেন প্রমুখ।উক্ত সংগঠনের সদস্যদের মধ্যে উপস্তিত ছিলেন,মুজিবুর রহমান,খালেদ মিয়া,খলিলুর রহমান,আবুল মালেক,জিয়াউর রহমান,আব্দুল হামিদ,নোমান আহমদ,ফরিদ উদ্দিন,মাসুম আহমদ,হাসান আহমদ,আফসর মিয়া,হুসাইন আহমদ, আশরাফ উদ্দিন,ফলিক মিয়া,হাবিব মিয়া,ইউসুফ আলী,রুহুল আমিন,আঃ শহীদ,হাবিবুর রহমান,খাছিম আলী,আঃ রকিব,সোহেল মিয়া,আনোয়ার টেইঃআকবর আলী,রায়হান আহমদ,সম্রাট মিয়া,জুয়েল মিয়া,রবিউল ইসলাম, জুয়েল আহমদ সহ এলাকার মান্যগণ্য ব্যাক্তিবর্গ।
পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্য, এবং আলহাজ্ব মৌলভী আব্দুর রহিমের দোয়া মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া